ইয়াস : লালমোহনে ঝড়ে গাছের ডাল চাপা পড়ে প্রাণ গেল রিকশাচালকের

0
14

ভোলা নিউজ২৪ডটকম।। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বয়ে যাওয়া ঝড়ে গাছের ডাল ভেঙে চাপা পড়ে মো. আবু তাহের (৪৫) নামে একজন রিকশাচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে লালমোহনে হালকা ও মাঝারি বাতাস বইছিল। রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রামের রিকশাচালক আবু তাঁহের শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে হঠাৎ ঘরের পাশের গাছের বড় একটি ডাল ভেঙে তার গাঁয়ে পড়ে তিনি আহত হন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে রাতে সাড়ে ১২টার দিকে তাকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY