প্রেস বিজ্ঞপ্তিঃ
The Government and people of Pakistan are deeply saddened by the loss of precious lives in a ferry accident in Jhalakathi district in Bangladesh. Our deepest condolences to the bereaved families and the Government of Bangladesh. At this moment of grief, our thoughts and prayers are with the brotherly people of Bangladesh.
বাংলাদেশের ঝালকাঠি জেলায় ফেরি দুর্ঘটনায় মূল্যবান প্রাণহানির ঘটনায় পাকিস্তান সরকার ও জনগণ গভীরভাবে শোকাহত। শোকাহত পরিবার এবং বাংলাদেশ সরকারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। এই শোকের মুহুর্তে, বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণের জন্য আমাদের প্রার্থনা ও দোয়া রইল।
ইসলামাবাদ