চরফ্যাশন মধুমতি ব্যাংকের ৮কোটি টাকার হিসেব গড়মিল আটক-৬ কর্মকর্তা

0
244
স্টাফ রির্পোটার,ভোলা নিউজ২৪ডটকম।।ভোলার চরফ্যাশন উপজেলার মধুমতি ব্যাংকে অডিট চলাকালে হিসাবে ৮ কোটি ৭৫ লাখ টাকার গড়মিল থাকায় ম্যানেজার সহ ৬স্টাফ কে আটক করেছে পুলিশ।
সোমবার(১৮জানুয়ারি)মধুমতি ব্যাংকের ম্যানেজার সহ ছয় স্টাফ আটকের খবরে চাঞ্চল্যলের সৃষ্টি হয়।স্থানীয়দের থেকে খবর নিয়ে জানাযায় রবিবার সন্ধায় তাদের আটক করা হয়।কিন্তু খবর টি প্রকাশ করেনি পুলিশ।কেন আটক হল তারা কি অভিযোগ তা এখনো ঘোলাশা সাংবাদ কর্মী সহ স্থানীয়দের কাছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মধুমতি ব্যাংকের এক স্টাফে সুত্রে জানাযায়,৮ কোটি ৭৫ লক্ষ টাকার আর্থিক অনিয়মের বিষয়ে তাদেরকে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন মধুমতি ব্যাংকের সহকারী ম্যানেজার কিশোর কুমার দেবনাথ সহ ওই ব্যাংকের আরো ছয় স্টাফকে আটক করেছেন চরফ্যাশন থানা পুলিশ।আটককৃত অপর স্টাফরা হলেন- জিয়া হায়দার, জিয়া, হুমায়ুন কবির, ফারুক, জাহের হোসেন লিটন।এবিষয়ে কর্তৃপক্ষ দুদকে রিপোর্ট প্রেরণ করেছেন। দুদক ব্যবস্থা নিবে বলে জানান তিনি।
এতো বড় একটি ঘটনা কিন্তু ব্যাংক কর্মকর্তা ও প্রশাসনের কেউ সাংবাদিকদের কিছু জানাতে নারাজ।স্থানীয়দের ধারনা এমন খবরে গ্রাহকরা ঝামেলা সৃষ্টি করবে সুনাম নষ্ট হবে তাই কিছু প্রকাশ করেনি তারা।
এ বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া বলেন, এখন তদন্ত চলছে তদন্ত শেষ হলে আটকের বিষয়ে পরে জানাবেন বলে এড়িয়ে যান তিনি।
মধুমতি ব্যাংকের চরফ্যাশন শাখার ব্যবস্থাপক ইয়াসিন উদ্দিন সোহেল বলেন- ব্যাংকে অডিট চলছে। ব্যস্ত আছি।পরে কথা বলুন।
অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন)সার্কেল মো:রাসেলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন- এবিষয়টি আমার জানা নেই,আমি জেনে পরে জানাতে পারবো।
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানাযায় মধুমতি ব্যাংক কর্তৃপক্ষ দুদকে রিপোর্ট প্রেরণ করেছেন।দুদক ব্যবস্থা নিবে বলে জানাযায় তাছাড়া আটককৃত সবাই থানা পুলিশ হেফাজতে রয়েছেন।

LEAVE A REPLY