চরফ্যাশনে সাড়ে ৭ মণ শাপলা পাতা মাছ

0
964

চরফ্যাশন প্রতিনিধি ।। চরফ্যাশনের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতি শাপলা পাতা মাছ। মাছটি বরিশাল নগরের পোর্ট রোডস্থ  বেসরকারি মৎস অবতরণ কেন্দ্রে নেয়া হয়েছে।

 রবিবার মাছটি কেটে ভাগ দিয়ে বিক্রি করছেন মাসুম বেপারী। ব্যবসায়ী মাসুম জানান, চরফ্যাশন উপজেলা সংলগ্ম মেঘনা নদী থেকে শুক্রবার রাতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। এরপর শনিবার মাছটি বরিশাল পোর্টরোডস্থ মৎস অবতরণ কেন্দ্রে নিয়ে নেয়া হয়। সেখানে জেলেদের কাছ থেকে সাড়ে ৭ মণ ওজনের এই মাছটি ক্রয় করে রণি ফিস নামের মৎস আড়ৎ। সেখান থেকে তিনি  রবিবার সকালে মাছটি কিনে ৫ শত টাকা করে ভাগ দিয়ে মাছটি বিক্রির উদ্যোগ নিয়েছেন।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা জানান, শাপলা পাতা মাছটি কাটার আগে উৎসুক জনতা খবর পেয়ে পোর্ট রোডের মাছের পাইকার বাজারে দেখার জন্য আসেন। তবে এরআগে বিশাল আকারের এই মাছটি ভ্যান গাড়ি করে রং- বেরঙের ফিতা দিয়ে সাজিয়ে নগরের  বিভিন্ন এলাকায় প্রদর্শন করা হয়। বেতুয়া মৎস্য ঘাটের নুরে আলম মাস্টার জানান, এই সর্ব প্রথম সাড়ে ৭মণ ওজনের শাপলা পাতা (হাউস) মাছ দেখা গেছে।

LEAVE A REPLY