চরফ্যাশনে তিন ইউপিতে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

0
391

চরফ্যাশন প্রতিনিধি,  ভোলা নিউজ ২৪ডটনেট : ভোলার চরফ্যাশনে তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন বর্জন করেছে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তিন প্রার্থী নির্বাচন বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

চরফ্যাশন থানা বিএনপির সভাপতি ও প্রার্থী নওরোজ বাবুলের নির্বাচনী সমন্বয়কারী আব্দুল খালেক রতন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রার্থীরা হলেন নীল কমল ইউনিয়নের নওরোজ বাবুল, আমিনাবাদ ইউনিয়নের গোলাম আকতার ও জিন্নাগর ইউনিয়নের ইমরান ভুঁইয়া।

সংবাদ সম্মেলনে নওরোজ বাবুল ও অন্য দুই প্রার্থীর অভিযোগ, ভোটগ্রহণ শুরুর আধ ঘণ্টা পর আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের এজেন্টরা ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ওপেন সিল দিতে বাধ্য করে।

এ ছাড়া তারা অন্য প্রার্থীদের এজেন্টদের কার্ড ব্যবহার করে নিজেদের আওয়ামী সমর্থিতদের পক্ষে কাজ করে। বিএনপি সমর্থিত প্রার্থীরা প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষমতাসীন দলের জন্য পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।

কয়েকটি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়ারও অভিযোগ করেন প্রার্থী নওরোজ বাবুল। আওয়ামী লীগের প্রার্থী আলমগীর হোসেন হাওলাদার নিজেই ৪নং কেন্দ্রের বিএনপির এজেন্ট মোকছেদ আলমকে ধাক্কা দিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

অধিকাংশ কেন্দ্রে এসব অনিয়ম হয়েছে দাবি করে বিএনপির এ তিন প্রার্থী সকাল ১০টা থেকেই নির্বাচন বয়কট করেছেন বলে ঘোষণা দেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হাওলাদার বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবেই হচ্ছে। তাদের কোনো এজেন্টকে বের করে দেয়া হয়নি। তারা নিজেরাই পরাজিত ভেবে বেরিয়ে গেছে।

উল্লেখ্য, সকাল ৮টা থেকে ভোলার চরফ্যাশনের তিন ইউনিয়নের ২৮ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে

LEAVE A REPLY