চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলন আগাম বিক্রি শুরু

0
368

সোহেব চৌধুরী,চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটনেট। ।  ভোলার চরফ্যাশন উপজেলায় তরমুজের বাম্পার ফলন হয়েছে। এ বছর এ অঞ্চলে ২হাজার ১৩৮ হেক্টর জমিতে তরমুজের আবাদ করা হয়েছে। উপজেলার নুরাবাদ,নীলকোমল , মুজিব নগর ,চর কলমি সহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় তরমুজের মাঠে কচি সবুজ পাতার মধ্যমনি হয়ে আছে হাজার হাজার দৃষ্টিনন্দন তরমুজ। চোখ জুড়ে যায় ঘাড়ো সবুজ ও উজ্জল সবুজ রঙের তরমুজের শোভা দেখে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হয়েছে বলে জানান নীলকোমল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সুমন মিয়া , তিনি বলেন , আমি চর যমুনায় ১৯ একর জমিতে সুপার এম পি আর জাতের তরমুজের আবাদ করেছি আল্লাহর রহমতে আশার অধিক ফলন পেয়েছি। শেষ সময় পর্যন্ত যদি আবহাওয়া ভালো থাকে তাহলে কষ্টার্জিত উপার্জন পাবো । নুরাবাদের কৃষক আহাম্মদ উল্লাহ বেপারী বলেন , গতবছরের তুলনায় এ বছর ভালো ফলন পেয়েছি কর্তন শুরু করেছি পাইকাররা এসেছেন তরমুজ নিতে , তরমুজের পাইকার খলিল উল্যাহ দেওয়ান বলেন, আমরা আগাম ফসল কিনছি এবং ঢাকায় পাঠানো হবে ঢাকায় প্রতি পিচ তরমুজ ১৫০-২০০ টাকা দরে আগাম ফসল হিসেবে বিক্রি হবে বলে আশা করছি। ইতোমধ্যে চরফ্যাশনে খুচরা ব্যাবসায়িরা বাজারে আগাম বিক্রি শুরু করেছে বাজার ঘুরে দেখা গেছে প্রতি পিচ তরমুজ ১০০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা ব্যাবসায়িরা বলেন আগাম তরমুজ চড়া দামে বিক্রি হচ্ছে গত বছর বৃষ্ঠিপাত হওয়ায় ভালো দাম পাইনি এ বছর লোকসানের টাকা উঠে যাবে যদি বৃষ্টিপাত বা প্রাকৃতিক দুর্যোগ না হয় । চরফ্যশন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোতোষ সিকদার বলেন,এ বছর তরমুজের বাম্পার ফলন দেখে কৃষকরাও অনেক আগ্রহে আছে প্রথম ফলন কর্তনের জন্য, কেউ কেউ কর্তন শুরু করেছে । উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান শিপন বলেন, এ এলাকায় সাধারনত ডায়মন্ড সুলতান , বিগ-ফ্যামিলী , ড্রাগন, সুইট জায়েন্ট, বল্লাক প্রভৃতি জাতের তরমুজ চাষাবাদ হয়। যা অনেক মিষ্টি হয়ে থাকে একেকটি তরমুজের ওজন প্রায় ৪-৫ কেজির অধিক হয়।

LEAVE A REPLY