ভোলা নিউজ২৪ডটকম।।ভোলায় দোকান থেকে চকলেট কিনতে গিয়ে নসিমনের চাপায় মাহাবুব (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৭ মার্চ) দুপুরের দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চর কলমী ইউনিয়নের আঞ্জুরহাটের চৌমহনী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুব ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মো. এমরান মোল্লার ছেলে।নিহতের মা তাসলিমা বেগম জানান, গত দু’দিন আগে দুই শিশুকে নিয়ে তাসলিমা তার বাবার বাড়ি আঞ্জুরহাটের চৌমহনী বেড়াতে যান। রোববার দুপুরে মাহাবুব চকলেট কেনার জন্য তার নানার বাড়ির পাশের চৌমহনী বাজারের বেল্লালের দোকানে সামনে যায়। এ সময় আঞ্জুরহাট থেকে চাল নিয়ে আসা একটি নসিমন তাকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশুটি মারা যায়।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নসিমন চালক নুর হোসেনসহ নসিমনটি থানায় নিয়ে যাই। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।