গাঁজার তৈরি পিজ্জা দক্ষিণ আফ্রিকায়

0
277

বিশ্বের অন্যতম পর্যটন শহর দক্ষিণ আফ্রিকার কেপটাউনের রেস্টুরেন্টে পরিবেশন করা হচ্ছে গাঁজার পিজ্জা। শহরের কোল ক্যাসিও নামের এই রেস্টুরেন্টে প্রথমবারের মতো পাওয়া যাচ্ছে এই পিজা।

এই পিজ্জার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার অধিবাসীরা প্রথম মাদক পিজার স্বাদ গ্রহণ করছে।

কল’ক্যাসিও’র সহ-প্রতিষ্ঠাতা কিনজা বারানোস্কা বলেন, এখানে দুই রকমের লোভনীয় পিজ্জা পরিবেশন করা হচ্ছে। একটি ‘গ্রিন গডেস’ অপরটি ‘নট-সো-প্লেইন মেরি জেন’। এই পিজ্জা আফ্রিকার খাঁটি সিবিডি অয়েলে তৈরি। এতে কোনো সিনথেটিক কেমিক্যাল নেই। সুতরাং, এটি একেবারেই নিরাপদ। এ ছাড়া ক্রেতারা এই রেস্টুরেন্টের যে কোনো খাবারে সিবিডি অয়েল মিশিয়ে নিতে পারবে।

এর আগে দেশটির স্বাস্থ্য বিভাগ ঘোষণা দিয়েছে, এখন থেকে আফ্রিকায় বৈধভাবেই কেনা যাবে সিবিডি অয়েল। স্বাস্থ্যবিভাগ জানায়, একজন ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ ২০ গ্রাম পর্যন্ত সিবিডি অয়েল গ্রহণ করতে পারবে।

মাদক পিজ্জা যে কোনো বয়সীরা খেতে পারবে। এমনকি এটি শিশুদের জন্যও উপযোগী বলে জানিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

LEAVE A REPLY