খাদ্য নিয়ে দেশে কোনো দুর্ভিক্ষ নেই,কোনো হাহাকার নেই – কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

0
14

ভোলা নিউজ২৪ডটকম।। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘উনি একটা দলের সাধারণ সম্পাদক হয়ে সারা দিন ভাঙা রেকর্ড বাজাচ্ছেন। মানুষের কষ্ট হচ্ছে এটা আমরা অস্বীকার করছি না। সবজির দাম বেশি, কিছু কিছু জিনিসপত্রের দাম বেশি। তবে খাদ্য নিয়ে দেশে কোনো দুর্ভিক্ষ নেই, কোনো হাহাকার নেই। দেশে যথেষ্ট খাদ্যশস্য মজুদ রয়েছে।’

রবিবার (১০ এপ্রিল) দুপুরে ভোলা সদর উপজেলার চর মনশা গ্রামে পেঁয়াজ চাষি ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার সবুজ বাংলা কৃষি খামার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, সবজির দাম বেশি হলেও দেশে কোনো দুর্ভিক্ষ নেই। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের সব ধরনের ভর্তুকি দিচ্ছে। এ বছর সরকার ২৮ হাজার কোটি টাকা কৃষি প্রণোদনা দেবে। কিন্তু বর্তমান সরকার শত প্রতিকূলতার মধ্যেও সারের দাম বাড়ায়নি। উত্তরাঞ্চলে বন্যায় যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকার প্রণোদনা দিয়ে পাশে দাঁড়াবে।

ভোলায় পেঁয়াজ চাষে সফলতা পাওয়ায় খুশি কৃষিমন্ত্রী। পরে মাঠে কৃষকদের সঙ্গে কথা বলে জানান, ভোলার মাটি পেঁয়াজ চাষের জন্য উপযোগী। তাই এখানকার চাষিদের পেঁয়াজ চাষে আগ্রহী করার জন্য সব ধরনের সহযোগিতা করবে সরকার। পেঁয়াজের আবাদ বাড়লে বাজারে পেঁয়াজে সংকট আর থাকে না।

মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক মো. শাহজাহান কবীর, ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা প্রমুখ।

LEAVE A REPLY