কোপা আমেরিকার কোয়ার্টারে কে লড়বেন কার বিপক্ষে

0
3

ওদিকে বলিভিয়ার বিপক্ষে জিতে আর্জেন্টিনাও নিশ্চিত করেছে, নিজেদের গ্রুপের শীর্ষ দল হয়েই কোয়ার্টারে যাচ্ছে তারা। ৪-১ গোলে পাওয়া জয়ে গোলের মুখ দেখেছেন লিওনেল মেসি (২), লাওতারো মার্তিনেজ ও পাপু গোমেজ। এই দুই ম্যাচের ফলাফলের পর নিশ্চিত হয়ে গেছে, কোয়ার্টার ফাইনালে কে কার বিপক্ষে লড়বে। দেখে নেওয়া যাক একনজরে—

গ্রুপ ‘এ’ থেকে উত্তীর্ণ দল—আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি

গ্রুপ ‘বি’ থেকে উত্তীর্ণ দল—ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ইকুয়েডর

পেরু বনাম প্যারাগুয়ে

সময়: ৩ জুলাই, শনিবার, রাত তিনটা

মাঠ: এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকো, গোইয়ানিয়া

দারুণ ফর্মে আছে ব্রাজিল।

দারুণ ফর্মে আছে ব্রাজিল।
ছবি: রয়টার্স

ব্রাজিল বনাম চিলি

সময়: ৩ জুলাই, শনিবার, ভোর ছয়টা

মাঠ: এস্তাদিও অলিম্পিকো নিলতন সান্তোস, রিও ডি জেনিরো

কোয়ার্টারে উরুগুয়ে এড়িয়েছে ব্রাজিলকে।

কোয়ার্টারে উরুগুয়ে এড়িয়েছে ব্রাজিলকে।
ছবি: রয়টার্স

উরুগুয়ে বনাম কলম্বিয়া

সময়: ৪ জুলাই, রোববার, ভোর চারটা

মাঠ: এস্তাদিও নাসিওনাল মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া

আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ ইকুয়েডর

আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ ইকুয়েডর
ছবি: রয়টার্স

আর্জেন্টিনা বনাম ইকুয়েডর

সময়: ৪ জুলাই, রোববার, সকাল সাতটা

মাঠ: এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকো, গোইয়ানিয়া

LEAVE A REPLY