ওবায়দুল কাদের বললেন অরাজকতা সৃষ্টি হলে সমুচিত জবাব

0
390

ভোলা নিউজ ২৪ ডটনেট : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ওই সমাবেশের আয়োজন করে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী সমন্বয় পরিষদ।

ওবায়দুল কাদের বলেন, ‘আদালতের রায় দেওয়ার বিষয়ে সরকারের কোনো হাত নেই; অথচ এ নিয়ে বিএনপি বিদেশিদের কাছে নালিশ করছে, যা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ দেয়।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমরা কোনো উসকানি দিব না। তারা রাস্তায় তাণ্ডব করবে, সন্ত্রাস করবে, এটা যদি হয় তাহলে কিন্তু সমুচিত জবাব দিতে হবে। সেজন্য প্রস্তুত হোন, মানসিকভাবে সতর্ক থাকুন।’

এ রকম আক্রমণ হলে সরকার বা আওয়ামী লীগ হাত গুটিয়ে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, ‘বিএনপির রাজনীতিই প্রমাণ করবে তাদের আর কোন নেতা নির্বাসনে যাবেন।’

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘বিএনপি যেমন আচরণ করবে আওয়ামী লীগও সেভাবেই প্রতিক্রিয়া দেখাবে।’

LEAVE A REPLY