আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভোলায় মানববন্ধন

0
389

অদিল হোসেন তপু, ভোলা নিউজ ২৪ ডট নেটঃ সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো এ স্লোগান নিয়ে ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।  প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বাংদেশ মহিলা পরিষদ, বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস, দুর্বার নারী নেটওর্য়াকসহ বিভিন্ন সংগঠনের কয়েক শত নারী অংশ গ্রহন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজার সভাপতিত্বে বক্তারা বলেন, সমাজে নারীরা আর অবহেলিত নয়। সমাজের সকল ক্ষেত্রে নারীদের সম অধিকার নিশ্চিত করতে হবে। নারীদেরকে নারী হিসাবে নয় মানুষ হিসাবে দেখতে হবে বলেও সমাজের সকলে প্রতি আহবান জানান বক্তারা।

LEAVE A REPLY