ভোলায় শালিস চলাকালিন বিচার পছন্দ না হওয়ায় শালিসদারের সামনেই প্রতিপক্ষের উপর হামলা\আহত  ১০

0
791

 ভোলা নিউজ ২৪ ডট নেট : শালিস চলাকালিন সময় বিচার নিজেদের  মনমতো হওয়ায় বিচারকদের সামনেই  প্রতিপক্ষের উপর  সন্ত্রাসী হামলায় চালিয়েছে মুছা মাঝি বাহিনি । ঘটনায়  ১০ জন আহত হয়েছে । সোমবার বিকেলে ভোলা সদরের ধনিয়া – শিবপুর ইউনিয়নের সিমানা সংলগ্ন কালিকৃত্তি সাহেব আলি মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে ।

স্থানীয় সুত্রে যানা যায় ,গত শুক্রবার (২৭ আগষ্ট) মেঘনা নদীতে ২ নৌকার  মাঝে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কালিকৃত্তি গ্রামের মুসার সাথে কালিশূরা গ্রামের মহিউদ্দিনের ঝগড়া বাধে । প্রথমে মহিউদ্দিন কে মারধর করে মুসা। পরে মহিউদ্দিন পুনরায় মুসা কে মারধর করে। এ ঘটনার উভয় জেরে উভয়পক্ষের কয়েকজন আহত হয়। সেসময় উভয় পক্ষের আহতদের ভোলা সদর হাসপাতালে র্ভতি করা হয়েছিল।

সোমবার বিকেলে বিষয়টিকে সমাধান করার উদ্দোশ্যে মদনপুরের চেয়ারম্যান আলহাজ্ব একেএম নান্নু , শিবপুরের প্যানেল চেয়ারম্যান রাজিব , ধনিয়ার ইউপি মেম্বার জাকির হোসেন , মদনপুরের ইউপি মেম্বার আবদুুল খালেক , শিবপুরের ইউপি মেম্বার রুহুল আমিন সহ অনেক গন্যমান্য বেক্তি উভয়পক্ষকে নিয়ে শালিসে বসেন । শালিস শেষে বিচারকদয় রায় ঘোষনা করলে রায় পসন্দ না হওয়ায় মুশা মাঝির নেতৃত্বে  কালু , আবদুল মাঝি ,মোতাছিন, ইউনুস ,মামুন, ফারুক মাঝি , কামাল মাঝি, বশির , মিজান সহ ৩০-৪০ জন সন্ত্রাসী শালিসদারদের সামনে  দা , লাঠি , রড,বৈঠা , সহ দেশীয় অ¯্র সহকারে মহিউদ্দিন গংদের উপর হামলা চালায় । ঘটনায় মহিউদ্দিন, মোসলেহউদ্দিন, শাহিন, বিল্লাল মাঝি , মাইনুদ্দিন সহ কয়েকজন আহত হয়। সন্ত্রাসী হামলায় বিচার পন্ড হয়ে যায় ।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে যানা গেছে ।

LEAVE A REPLY