ভোলা নিউজ২৪ডটকম রিপোর্টার ॥ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের এএসসি ব্যাচ ৯৫’র রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শনিবার (২৫ ডিসেম্বর) ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই রজত জয়ন্তীর আয়োজন করা হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে থাকছে প্রাক্তন শিক্ষকদের ও অফিস স্টাফদের সংবর্ধণা, আলোচনা সভা, শোভাযাত্রা, ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের পরিবার সদস্যদের ক্রীড়া প্রতিযোগীতা, বন্ধুদের স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভোলা জেলা প্রশাসক পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপত্বিত করবেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।
আয়োজকরা জানান, ৯৫ এর রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মধ্যদিয়ে আমরা বন্ধুরা সবাই একত্রিত হবো। যার মাধ্যমে আমাদের সম্পর্ক আরো গভীর হবে।