লালমোহন প্রতিনিধি ।। ঝড়, জলচ্ছাস থেকে সাধারণ মানুষকে রক্ষা করার লক্ষে ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতা মূলক “মাঠ মহড়া” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় উপজেলার চরভূতা হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ “মাঠ মহড়া” অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) এ “মাঠ মহড়ার” আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। এসয়ম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান টিটব, ভোলার সিপিপির উপ-পরিচালক মোঃ সালাউদ্দিন, লালমোহনের সিপিপি মুন্সি নূর মোহাম্মদ, চরফ্যাশন উপজেলার সিপিপি মোঃ মোকাম্মেল হক, মাধ্যমিক শিক্ষা একাডেমীক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, চরভূতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মাতাব্বর, ইউনিয়ন টিম লিডার মোঃ মোস্তফা মিয়া, মোঃ জসিম উদ্দিন, হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা আক্তার মুক্তা, সহকারী প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম প্রমুখ। অনুষ্ঠান শেষে অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।