ভোলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে দেহব্যবসা, আটক ৫

0
9

ভোলা নিউজ ২৪ ডট কম।।ভোলায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দেহব্যবসা করার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ১ খদ্দরসহ ৪ পতিতাকে আটক করেছে। তাঁরা শহরের একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত এ ব্যবসা চালিয়ে আসছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের বাংলা স্কুল মোড় আমানত পাড়ার মৃত কামাল সিকদারের ফ্ল্যাট বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

ভোলা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পাওতা থানা এলাকার (ছদ্মনাম) ছফুরা বেগম ওরফে রিনা, লাভনী আক্তার ওরফে পান্না, সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তানিয়া আক্তার, বরিশাল জেলার গৌরনদী থানার আদুনা গ্রামের আফরিন ওরফে সালমা এবং ভোলার চরনোয়াবাদ ৪ নম্বর ওয়ার্ডের আলতাব হোসেনের ছেলে সালাম ওরফে দুলাল।

ডিবির অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, দীর্ঘদিন যাবত আটককৃত পতিতারা ওই ফ্ল্যাট বাসাটি ভাড়া নিয়ে দেহব্যবসা চালিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বৃহস্পতিবার দুপুরে ওই বাসায় অভিযান চালায়। অভিযানে ১ খদ্দরসহ ৪ পতিতাকে আটক করা হয়।

LEAVE A REPLY