
সোমবার ( ৪ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ে এ বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বে-সরকারি উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সংস্থা প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। কার্যক্রমের উদ্বোধন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
এসময় বিশেষ অতিথি ছিলেন, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ ইসরাফীল, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ফারুক আলম মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শংকর কুমার বিশ্বাস।
এসময় আরো উপস্তিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক কর্মকর্তা জানেআলম, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মন্ডল, সহকারী জেলা প্রাথমিক কর্মকর্তা কামরুজ্জামান, পিটিআই’[ও সুপার মাহামুদা বেগম, ভোলা কলেজ শিক্ষক মোঃ মিজানুর রহমান , দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইউনুছ ।
দেশের ৩৪৫টি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক।
            
		













