অমি আহমেদ,ভোলা ॥ ভোলায় মেঘনা ও তেতুলিয়া নদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে ১২জন জেলেকে আটক করেছে করেছে। এসময় জব্দ করেছে অন্তত ১০হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল।
আজ দিনভর ভোলার নিষিদ্ধজোন মেঘনা ও তেতুলিয়া নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। তারা অভিযান চালিয়ে মাছ ধরারত অবস্থায় কোস্টগার্ড এর চীফ পেটি অফিসার মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে সংগীয় ফোর্স বিপুল পরিমানের ইলিশ মাছ ও অন্তত ৫থেকে ৭হাজার মিটার নিষিদ্ধজাল জব্দ করে।
তবে এর সাথে জড়িত থাকা সন্দেহে কাউকে আটক করতে পারেনি বলে জানান, কোস্টগার্ড এর চীফ পেটি অফিসার মোঃ আনোয়ার হোসেন। তিনি আরো বলেন,আমার এটা নিয়মিত অভিযান। এধনের অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে কোস্টগার্ডের ভেদুরিয়া স্টেশনের কমমান্ডার মোঃ নজরুল ইসলাম এর নেতুত্বে দিনভর অভিযান চালিয়ে নিষিদ্ধ এলাকা তেতুলিয়া নদীতে মাছ ধরারত অবস্থায় ১২জন জেলেকে আটক করেছে। এসময় বিপুল পরিমানের জাল ও মাছ জব্দ করে। পরে এসমব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সাথে ইলিশ মাছ অসহায় গরীবদের মাঝে বিতরন করে দেয়া হয়।