সেনা টহলের উপর কেএনএফের হামলা: ৩ সেনা সদস্য আহত

0
8

ভোলা নিউজ২৪ডটকম :: পার্বত্য জেলা বান্দরবানের রুমা এলাকায় সেনাবাহিনীর টহল দলের উপর অতর্কিত হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনফের ‘কুকি-চিন ন্যাশনাল আর্মি’র (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা। দুপুর পৌনে ১টার দিকে রুমা উপজেলার কাটাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেনাবাহিনীর বিভিন্ন পদবির তিনজন সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দায়িত্বশীল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট ওই সূত্র জানান, বর্তমান সময়ের দুর্ধর্ষ জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র মদদদাতা হিসেবে কাজ করছে পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)’। যাদের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে পার্বত্য অঞ্চলে অভিযান চলমান রয়েছে। রোববার দুপুরে রুমা উপজেলার কাটাপাহাড় এলাকায় সেনাবাহিনীর টহল দল গেলে কেএনএ’র সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ করে। এতে তিন জন সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি দুষ্কৃতকারীদের গ্রেফতারে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY