ভোলায় করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে ব্র্যাকের নানা আয়োজন

0
541

কোভিট -১৯ সংক্রামণ প্রতিরোধে ভোলা সহ সারা দেশে সরকার এর সাথে বিশ্বের সর্ব শ্রেষ্ঠ বেসরকারি উন্নায়ন সংস্থা ব্র্যাকের সকল কর্মী বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। ভোলা সদর উপজেলা ও দৌলতখান উপজেলার ব্র্যাকের প্রতিনিধিদের সাথে আলাপ কালে এসকল তথ্য উঠে এসেছে। ভোলা সদর সহ সকল উপজেলায় কোভিট-১৯ সংক্রামণ প্রতিরোধে সকল স্তরের মানুষের কাছে লিফলেট বিতরন,বাজার মোড়ে সচেতনা ব্যানার, মাইকিং করা,বাজারে সামাজিক দূরত্ব চিহ্ন প্রদান,মোড়ে মোড়ে হাত দোয়ার বেসিং বসানো ও সকল বাজারে পৌরসভার সহায়তায় জীবানু নাশক স্প্রে করা হয়। এছাড়া প্রায় ১ লক্ষ গ্রাহকের সাথে ফোন কলের মাধ্যমে সচেতনতা তৈরির মাধ্যমে সরকারী স্বাস্থ্য বার্তা মেনে চলার অনুরোধ করা হয়। এবং তথ্য সংগ্রহ করে প্রশাসনের সাথে মতবিনিময় করা হয়। সরকার কর্তৃক অনেকদিন ছুটি থাকার কারনে ভোলা সহ সারা দেশে ১ লক্ষ হত দরিদ্র মানুষের মাঝে ২ সপ্তাহ খাবার বাবদ ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন ব্র্যাক।

LEAVE A REPLY