ভোলার কাচিয়ায় কমিউনিটি রিস্ক এ্যাসেসমেন্ট (সিআরএ) রিপোর্ট বৈধকরণ সভা অনুষ্ঠিত

0
249

ভোলা নিউজ ২৪ ডট নেট ॥ ভোলা সদরের ২নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে করণীয় শীর্ষক কমিউনিটি রিস্ক এ্যাসেসমেন্ট (সিআরএ) রিপোর্ট বৈধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এর আয়োজনে ও ট্রান্সফরমড এইড ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগীতায় এই সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাজন বিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাচিয়া ইউপি চেয়ারম্যান ও জেলা আ’লীগের ১নং যুগ্ম সম্পাদক মোঃ জহুরুল ইসলাম নকীব, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, পরানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মীর বেলায়েত হোসেন, পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রব, কাচিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আবদুল হাই সবুজ, ইউপি সদস্য মোঃ আবদুল মালেক, মোঃ শাজাহান মাস্টার, মোঃ ইলিয়াছ মানিক, আবদুল মালেক, মোঃ আবদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সিআরএ রিপোর্ট উপস্থাপন করেন, আইএলপিডব্লিউডিভিডি প্রজেক্টের কো-অর্ডিনেটর আশুতোষ ¯œাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এর সুপারভাইজার কল্যান দাস। এসময় প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষক, ইমাম, এনজিও কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে যথাযথ সেবা দিতে পারলে তারাও দক্ষ জনশক্তি ও সম্পদে পরিণত হতে পারে। দেশের প্রতিবন্ধীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে। এজন্য তাদের প্রশিক্ষণ, আশ্রয় এবং কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করতে হবে। কারও দয়া নয়, তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাজন বিন বলেন, প্রতিবন্ধীদেরকে স্থানীয়ভাবে সরকার ও প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) বহুমুখী সেবা দিয়ে যাচ্ছে। প্রতিবন্ধীদের একীভূত শিক্ষা, তাদের অনুকূলে অনুদান এবং তাদের কর্মসংস্থান নিয়ে কেবল সরকারি নয় বেসরকারি পর্যায়ে থেকেও পদক্ষেপ গ্রহণ করতে হবে। নতুন করে আরও জরিপের পর প্রতিবন্ধীদের সেবার সুযোগ আরও বাড়িয়ে দেওয়া হবে। পিসিসি প্রজেক্টটি ভোলায় ৯ বছর ধরে কাজ করবে। জেলার প্রত্যেকটি প্রতিবন্ধী শিশুকে প্রজেক্টের আওতায় এনে তাদেরকে কর্মমুখী হিসেবে গড়ে তোলা হবে।

LEAVE A REPLY