ভোলা নিউজ২৪ডটকম।। ভোলার দৌলতখানের কেরানি বাজার এলাকায় এক যুবককে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে নগদ টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাতে দৌলতখান উপজেলার কেরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত যুবক সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত মো: সোহেল(২৮) ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লেজপাতা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। অভিযুক্ত রাজিব (৩০) একই উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মানিক মাঝির ছেলে। এ বিষয়ে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত মো: সোহেল ও স্থানীয়রা জানান, দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মানিক মাঝির ছেলে রাজিব একজন বখাটে যুবক। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম ও খারাপ কাজের অভিযোগ রয়েছে। সোমবার রাত সাড়ে ৭ টার দিকে চরপাতা ইউনিয়নের কেরানী বাজার এলাকায় মনিরের দোকানের সামনে রাস্তায় সোহেলকে একা পেয়ে গালমন্দ শুরু করেন। এসময় সোহেল প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ পর্যায়ে রাজির সোহেলকে এলোপাতালো কিলঘুষি মারতে থাকে। পরে সে মাটিতে পরে গেছে রাজিব তার পকেট থেকে একটি ছুরি বের করে সোহেলের মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। সোহেলের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে সোহেলকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, আহত সোহেলের ভাই মো: রুবেল দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।