বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবীতে ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

0
382
হারুন অর রশিদ সুমন :বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে ভোলা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের করে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার (২৫ মার্চ) দুপুরে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন বেপারী বাজারে এই মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিন, সাধারন সম্পাদক মিজানুর রহমান মাসুদ,জেলা ছাত্রদলের নির্বাহী সদস্য হারুন অর রশিদ সুমন ,সহসভাপতি আল আমিন মিয়াজী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন মনির, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ টিটু, মোঃ শফি, 
এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা মামলায় কারাবরণ করছেন। হাইকোর্ট জামিন দিলেও ষড়যন্ত্র করে তা স্থগিত রেখে সাবেক এই প্রধানমন্ত্রীকে কারারুদ্ধ করে রাখে। বক্তারা সাবেক এই প্রধানমন্ত্রীর নি:শর্ত মুক্তি জানান। তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ সাজার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য সরকার বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু বাংলার মানুষ তা কখনো মেনে নিবে না। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক বিএনপির জনপ্রিয়তা কখনো কমবে না বরং দিন দিন বেরে চলছে।
ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সহসভাপতি ও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে পুলিশি হেফাজতে রিমান্ডের নামে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানিয়েছেন জেলা ছাত্রদল নেতৃবৃন্দ।

LEAVE A REPLY