দক্ষিণ আইচায় জে এস সি ও জে ডি সি পরীক্ষা অনুষ্ঠিত ।

0
577
সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি ভোলা নিউজ ২৪ ডটনেট:গত কাল বুধবার সারা দেশের ন্যায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার আওতায় ৩ টি ভেনুতে ১০টি জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জে এস সি ) ও ৯ টি জুনিয়ার দাখিল সার্টিফিকেট (জে ডি সি )পরীক্ষা মোট ১০২৯ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেন।
জে এস সি পরীক্ষা হল সচিব চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম জানান আমাদের ২ টি ভেনুতে এবারের  পরীক্ষাথীর সংখ্যা ৫৬৯ জন, আজ প্রথম দিনে বাংলা প্রথম পত্র উপস্থিত ছাত্র ছাত্রীর সংখ্যা ৫৪৬ জন ,অনুউপস্হিত ছিলেন ২৩ জন , ২টি ভেনুতে মোট ১৪টি কক্ষে নকল মুক্ত পরিবেশে জে এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়।কোনো শিক্ষাথী মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে আসতে পারবেনা বলে হল সচিব এই কথা বলেছেন । জে ডি সি পরীক্ষার হল সচিব ঢাল চর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আমির হোসেন জানান এবারের জে ডি সি পরীক্ষাথীর সংখ্যা মোট ৪৬০ জন  ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেন। আজ  প্রথম দিনে কুরআন মাজীদ ও তাজবিদ পরীক্ষা ছাত্র ছাত্রীর সংখ্যা ৪৫৮ জন উপস্থিত ছিলেন । অনুউপস্হি ছিলেন ২০ জন, মোট ১০টি কক্ষে  কঠোর নিরাপদ ও নকল মুক্ত পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন হল সচিব। প্রথম দিনের পরীক্ষা সুন্দর হওয়া ছাত্র ছাত্রীর অনেক আনন্দিত বলে জানিয়েছেন , তারা আর জানান  যে তারা স্থানীয় ভাবে পরীক্ষা র হল হওয়াতে পরীক্ষা দিতে পারছেন বলে । দক্ষিণ আইচা থানার ওসি হাবিবুর রহমান জানান কঠোর নিরাপত্তা মধ্যমে এবারের জে এস সি ও জে ডি সি পরীক্ষা নেয়া হবে ।

LEAVE A REPLY