চরফ্যাশনে গুজব ও গণপিটুনি প্রতিরোধে সচেতন তামূলক সভা অনুষ্ঠিত

0
298

সোহেব চৌধুরী,চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটনেট।।  চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে ”ছেলে ধরা” গুজব ও গণপিটুনি প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই সোমবার সকাল ১১টায় মাদ্রাজ ইউনিয়ন প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, সিনিয়র সহকারি পুলিশ সুপার চরফ্যাশন সার্কেল শেখ সাব্বির হোসেন মাদ্রাজ ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক জমাদ্দার। অনুষ্ঠানে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফীনের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ছেলেধরা এবং পদ্মা সেতুতে এক লক্ষ মানুষের মাথা বা কল্লা লাগবে এমন মিথ্যা গুজব রটনাকারীদেও আইনের আওতায় আনা হবে, তিনি আরোও বলেন, দেশের কুচক্রী মহলের ষড়যন্ত্র উন্মোচন করতে হবে এবং বাংলাদেশের উন্নয়ন যাতে কুচক্রী মহল বাধাগ্রস্ত করতে না পাড়ে এজন্য চরফ্যাশন তথা ভোলাবাসিকে সচেতন হতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন বলেন, গুজবে কখোনো কান দিবেন না আইন নিজের হাতে তুলে নিবেন না কোনো ব্যাক্তিকে যদি সন্ধ্যেহ হয় নিজ হাতে আইন তুলে না নিয়ে তাৎক্ষণিক পুলিশকে খবর দিন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফীন বলেন, দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে এবং যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার কওে তারা দেশ ও জাতির শত্রু তাদেরকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দিন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদেও মধ্যে মাদ্রাজ উনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ ইউপি সদস্য ও এলাকাবাসি উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY