স্টাফ রিপোর্টার : ভোলা নিউজ ২৪ ডটনেট : ভোলায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে বৈষম্য বিলোপ আইন প্রণয়নসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার সংরক্ষণ কমিটি ভোলা। আজ মঙ্গলবার বেলা ১২টার শহরের প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধনে দলিত জনগোষ্ঠীর পরিবারের সদস্যরা অংশ নেন।
এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের জেলা কমিটির সভাপতি চন্দ্র মোহন ছিডুর সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সংগঠণের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দে, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ, জীবন পুরাণ আবৃত্তি সংসদের সভাপতি সাংস্কৃতিক কর্মী মশিউর রহমান পিংকুসহ অনান্যরা।
এসময় বক্তারা বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত, পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা, বিকল্প পেশায় অন্তর্ভুক্তসহ আট দফা দাবি উপস্থাপন করে বলেন, “এসব অবহেলিত মানুষ সমাজেরই একটি অংশ।” তাই সমাজের কোনো অংশকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ উন্নয়ন কখনও চিন্তা করা যায় না। তাঁরা দ্রুত দলিত জনগোষ্ঠীর মানোন্নয়নে আট দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।