ভোলায় ৮ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

0
301

অয়ন চৌধুরী/ভোলা নিউজ ২৪ ডট নেট!! ভোলার সদর উপজেলার মাঝেরচর এলাকার মেঘনা নদী থেকে মাছ ধরার সময় ৮ জেলেকে অপহরণ করেছে জলদস্যু বাহিনী। মঙ্গলবার সকালে এ অপহরণের ঘটনা ঘটে।এসময় তারা মাছ ধরার জালসহ অন্যান্য সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ি সদর উপজেলার ইলিশা ইউনিয়নে।
পরে মোবাইল ফোনে অপহৃতদের মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দবি করেছে দস্যুরা। এদিকে অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছে। অপহৃতদের মধ্যে স্বপন ও রহিম মাঝি ছাড়া বাকি জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় জেলে হোসেন মাঝি ও আনোয়ার জানান, প্রতিদিনের মতো মেঘনা নদীর মাঝেরচর এলাকায় জেলেরা মাছ শিকারে জাল ফেলে। সেখানে আগে থেকে ওঁতপেতে থাকা জলদস্যু বাহিনী দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে জেলেদের চারদিক থেকে ঘিরে ফেলেন। এসময় ট্রলারে থাকা জেলেরা নদীতে ঝাঁপিয়ে পড়লেও জলদস্যুরা স্বপন, রহিমসহ ৮ জেলেকে জিম্মি করে নিয়ে যায়। পরে মোবাইল ফোনের মাধ্যমে তাদের মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে জলদস্যুরা।
ভোলা দক্ষিণ জোনের কোস্টগার্ড স্টাফ অফিসার (অপারেশন) লে. দেবায়ন চক্রবর্তী জানিয়েছেন, জলদস্যুদের হামলার ঘটনার খবর পেয়ে ইতোমধ্যে অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড দল অভিযান শুরু করেছে।
অপরদিকে ঘটনা তদন্তে পুলিশের একটি দল মাঠে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন।

LEAVE A REPLY