ভোলা নিউজ২৪ডটকম।। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে তেঁতুলিয়া ও কালাবাদোর নদীর ওপর দিয়ে বরিশাল-ভোলা সড়কে ভোলা সেতু নির্মাণে নীতিগত সায় দিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন করবে সেতু বিভাগ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে থাকায় গতকাল বৃহস্পতিবার কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তাফা কামাল ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে ভোলা সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এই সেতু নির্মাণ করা হলে ভোলা থেকে সড়ক পথে ঢাকায় চলে আসা যাবে। সেতু বিভাগের তথ্য অনুযায়ী, চার দশমিক ৬৮ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ১২ হাজার ৯১৬ কোটি টাকা ব্যয় হবে।
প্রস্তাবে বলা হয়েছে, পদ্মা সেতুর নির্মাণকাজ এগিয়ে চলছে এবং ২০২১ সালে এটি শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত ভোলা সেতুর প্রভাব পদ্মা সেতুর মাধ্যমে আরো জোরদার করা হবে। প্রস্তাবিত সেতু বাস্তবায়নের পরে ভোলা জেলা সরাসরি পদ্মা সেতুর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সাথে যুক্ত হবে। প্রস্তাবিত ভোলা সেতুটি নির্মাণ করা গেলে পদ্মা সেতুর সুবিধা আরো বাড়বে বলে মনে করছে সরকার।