ভোলায় ছেলের আঘাতে মা হাসপাতালে কাতরাচ্ছে

0
1215

ইয়ামিন হোসেন/ভোলা নিউজ ২৪ ডটনেটঃ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মা শব্দটি অতি মধুর, যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারন করেছেন আর সেই মাকে পিটিয়ে স্বামী স্ত্রী মিলে হাসপাতাল পাঠালেন ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কামাল তালুকদার নামে এক ছেলে এমন অভিযোগ করেন তার মা আয়েশা বেগম (৭০)। বুধবার সকালে ভোলা সদর হাসপাতালের মহিলা সার্জারী ওয়ার্ডে এই প্রতিবেদক গিয়ে দেখেন এক জনম দুঃখীনি মায়ের আকুতি। কথা হয় ঐ মায়ের সাথে, দুই চোখ দিয়ে পানি ঝরছে মায়ের আর শুধু ছেলে আর ছেলের বউ এর দেওয়া আঘাত করা দৃশ্যগুলো যেন তার চোখের সামনে ভেসে উঠছে। সাংবাদিক পরিচয় পেয়ে বলেন, তোমরা আমার ছেলের মতো, আমার ৬ ছেলে ২ মেয়ে স্বামী মোতাহার হোসেন তালুকদার ৫ বছর পূর্বে মৃত্যু বরণ করেন। এর পর থেকেই ছেলে কামাল তালুকদার ও তার স্ত্রী শাহিনা বেগম আমাকে ঘরের বাহিরে রাখছে এবং বিভিন্ন সময় আমাকে আঘাত করছে। পশ্চিম ইলিশা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের কাছে একাধিক বার বিচার দিলেও কোন লাভ হয়নি বলেও জানান ঐ বৃদ্ধ মা। সর্বশেষ গত মঙ্গলবার কথা কাটাকাটির এক পর্যায় তার ছেলে কামাল তালুকদার ও শাহিনা বেগম তার উপর চড়াও হয় এবং তার চুলের মুঠি ধরে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এ সময় তার আরেক ছেলে আলমগীরের স্ত্রী হালিমা বেগম এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে। বর্তমানে বৃদ্ধ আয়শা বেগম ও হালিমা বেগম ভোলা সদর হাসপাতালে মহিলা সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তিনি প্রশাসনের কাছে তার ছেলে কামাল তালুকদার ও তার স্ত্রী শাহিনা বেগম কে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে। এ বিষয়ে পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে। তবে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন জানান, কামাল তালুকদারের মা আয়শা বেগম আমার কাছে জানিয়েছে। ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক এস.আই বরকত হোসেন জানান দুই পক্ষ ই অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY