মেঘনায় অবৈধ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

0
433

ভোলা নিউজ ২৪ ডটনেট।। ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযান চালিয়ে ভোলা সদরের কাচিয়া মাঝের চর এলাকায় বিভিন্ন পয়েন্টে থেকে একটি পাই জাল, একটি খুটি জাল, দুইটি মশারী জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, জেলা মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খানের নেতৃত্বে মৎস্য সম্পদ রক্ষায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় কাচিয়া মাঝের চরের উত্তর পাশ থেকে একটি পাই জাল, একটি খুটি জাল, তিনশ খুটি, দুইটি মশারী জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তুলাতুলী নদীর পাড়ে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতরের বাজেট অফিসার মো. ফিরোজ আলম।

LEAVE A REPLY