দৌলতখান প্রতিনিধি ।। গতকাল ভোলার দৌলতখানে ঐতিহ্যবাহী গজনবী স্টেডিয়ামে টুটুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে খেলা-ধুলার বিকল্প নেই। পড়া-লেখার পাশাপাশি যুব সমাজকে খেলা-ধুলায় সম্পৃক্ত করতে হবে। এলক্ষ্যে দৌলতখান গজনবী স্টেডিয়ামের সংস্কার ও শোভাবর্ধনে অর্থ বরাদ্ধের কথাও জানান প্রধান অতিথি।
গত ২ ফেব্রুয়ারী স্থানীয় টুটুল স্মৃতি ঐক্য পরিষদের আয়োজনে ১০টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের সূচনা হয়। টুর্নামেন্টে সৈয়দপুর স্পোর্টিং ক্লাব ও মুজিব সেনা পরিষদ ফাইনাল খেলা যোগ্যতা অর্জন করে। উত্তেজনাপূর্ণ ফাইনালে সৈয়দপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ৭ উইকেটে জয়লাভ করে মুজিব সেনা পরিষদ। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৫ ওভারের খেলায় ২২ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে সৈয়দপুর স্পোর্টিং ক্লাব। জবাবে ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৫ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে মুজিব সেনা পরিষদ। ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন যথাক্রমে রকি ও সাব্বির। উল্লেখ্য মরহুম মোশারেফ হোসেন টুটুল ছিলেন সাংসদ আলী আজম মুকুল’র সহদর ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়ার। যার নেতৃত্বে ১৯৯৪ সালে ভোলা জেলা শেরে-ই বাংলা কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়ারদেও মধ্যে ট্রুপি ও প্রাইজমানি বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মোঃ কামাল হোসেন, উপজেলা আ’লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক গোলাম নবী নবু, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক হামিদুর রহমান টিপুসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।