স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ ২৪ ডটকম।। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ভোলা পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলার আয়োজনে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।মুক্তিযুদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের অংশগ্রহণে র্যালিটি ব্যান্ডের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিক ই লাইহী চৌধুরী, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন মশু।
এসময় আরও উপস্থিতত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, উপজেলা কমান্ডার মো. অহিদুর রহমান প্রমুখ। র্যালিতে ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।