স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটনেট ।। ভোলা সদর উপজেলায় বজ্রপাতে মো. ছালাহ উদ্দিন নামের এক কৃষকের দুইটি গরুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাপ্তা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ চরনোয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক ছালাহ উদ্দিন এ দুইটি গাভীর দুধ বিক্রি করে সংসার ব্যায় নির্বাহ করতেন বলেও জানায় সে।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাপ্তা ইউনিয়নের দক্ষিণ চরনোয়াবাদ গ্রামে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ওই এলাকার কৃষক ছালাহ উদ্দিনের দুইটি গাভী বাড়ির পাশের কৃষি জমিতে বাঁধা অবস্থায় বজ্রপাতে মারা যায়। তার পাঁচ সন্তানের সংসার এ গাভী দুইটির দুধ বিক্রি করে চালাতেন বলেও জানায় স্থানীয়রা। গরু দুইটির মৃত্যুতে কৃষক ছালাহ উদ্দিন ভেঙ্গে পড়েছেন।
এদিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ডে কাল বৈশাখী ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে বিবি আয়শা (৩৫) নামের ৩ সন্তানের জননী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত আয়শা দিনমজুর রহিজলের স্ত্রী বলে জানা যায়। গত শনিবার মধ্য রাতে হঠাৎ কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে নিজ বসতি ঘর লন্ডভন্ড হয়ে এ দুর্ঘটনা ঘটে।