ভোলায় চাকুরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ায় অভিযোগে আটক ১

0
950

ইয়াছিনুল ঈমন  : ভোলা শহরের পুরাতন যুগির ঘোল এলাকায় ‘অগ্রগতি’ নামক ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মাসুদ আলম নামে এক প্রতারককে আটক করেছে ভোলা থানা পুলিশ। রবিবার (১২ আগস্ট) ভোলা শহরের পুরাতন যুগির ঘোল এলাকায় ‘অগ্রগতি’ নামে ভূয়া প্রতিষ্ঠান খুলে চাকুরি দেওয়ার নাম করে চাকুরি প্রার্থীদের টাকা হাতিয়ে নেয় প্রতারক মাসুদ আলম। জামানতের টাকা হাতিয়ে নিয়ে পলায়নের খবরে রবিবার সন্ধ্যা ৭টা থেকে অগ্রগতি অফিসে ভিড় করে টাকা প্রদানকারীরা। টাকা প্রদানকারীরা প্রতারক মাসুদ আলমকে টাকা ফেরত দেওয়ার দাবি করলে মাসুদ আলম টাকা ফেরত দিতে পারবেনা বলে জানায়। একপর্যায়ে সেখানে শতাধিক লোক জড়ো হয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে ভোলা থানার ওসি মনির হোসেনের (তদন্ত) নেতৃত্বে একদল পুলিশ গিয়ে প্রতারক মাসুদ আলমে আটক করে।
ভোলা থানার ওসি মনির হোসেন জানান পুলিশ খবর পেয়ে অগ্রগতি নামক প্রতিষ্ঠান থেকে চাকুরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারনার অভিযোগে মাসুদ আলম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্তমানে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

LEAVE A REPLY