ভোলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

0
1045

আদিল হোসেন তপু:ভোলা নিউজ ২৪ ডটনেট :মুক্তিযুদ্ধের চেতনা তৃণমূলে ছড়িয়ে দিতে ভোলায় জেলেদের নিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কোস্ট ট্রাস্ট এর আয়োজনে তুলাতরীর মেঘনা নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২০টি নৌকায় দুই শতাধিক জেলে অংশ গ্রহণ করে। অনুষ্ঠানটি দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী পুরুষ মেঘনার পাড়ে জড়ো হয়। প্রতিযোগিতায় রাজাপুর ইউনিয়নের জহিরুল ইসলামের নৌকা প্রথম স্থান, ধনিয়ার লিটন মাঝি দ্বিতীয় স্থান এবং ইলিশার মনির মাঝি নৌকা তৃতীয় স্থান অধিকার করে।

এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধনীয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফয়সাল আহমেদ, ঢাকা পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর উপ ব্যবস্থাপক মনিরুজ্জামান, সহকারি ব্যবস্থাপক সুমন চৌধুরী, কোস্ট ট্রাস্টের সমন্নয়কারী মিজানুর রহমান, মনিটরিং অফিসার খোকন চন্দ্র শীল, নারী নেত্রী বিলকিছ জাহান মুনমুন,অনুষ্ঠান ব্যবস্থাপক সাইদুর রহমানসহ সহ আরো অনেকে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপন্থিত অতিথিরা।

 

LEAVE A REPLY