স্স্টাফ রিপোর্টারঃ ভোলা নিউজ ২৪ ডটনেট :নবান্ন’ শব্দের অর্থ ‘নতুন অন্ন’। নতুন ধান কাটা আর সেই সঙ্গে প্রথম ধানের অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় এই উৎসব। সেই উৎসব কি শুধু সুবিধাভোগী রা পাবে? তা হয় কি করে সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাত হেল্প_এন্ড_কেয়ার ভোলায় আয়োজন করবে ভিন্নরকম উৎসব, যেখানে সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের হাসি ফুটাতে এ আয়োজন, আশা করা যায় প্রাণভরে উপভোগ করবে শহরের মানুষজন। অনেকে বাড়িতে পিঠাপুলির আয়োজন না করতে পারলে বছরে অন্তত একবার নবান্নের মেলায় গিয়ে পিঠাপুলির স্বাদ নেন। ছিন্নমূল থালা ভাত খেতে যাদের কষ্ট পিঠাপুলির কথা তো স্বপ্ন তাদের কাছে স্বপ্নকে বাস্তবায়ন করতে নেমেছে এক ঝাঁক তরুন-তরুনী অর্থ নয় শহরেরই তরুণ-তরুণীরা নিজেরাই কারো বাসা থেকে নারকেল ,কেউ চাল, চিনি, গরম ,মসল্লা সবকিছু নিজেরা নিজেরা সংগ্রহ করেছে, নিজেরাই এই নবান্নের পিঠা তৈরি করেছে এ যেন এক ভিন্ন আয়োজন । হেল্প_এন্ড_কেয়ার. প্রতিষ্ঠাতা রাকিবউদ্দিন অমি সভাপতি টুকু ও সাধারণ সম্পাদক সিয়াম জানান যেখানে মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন সবাই একসাথে মিলে নবান্নের দিনে নানা ধরনের পিঠাসহ আয়োজন করা হয় সুস্বাদু খাবারের। সেই খাবারের বাহারি স্বাদের কথা মনে পড়লে এখনো উদ্বেলিত হয় মনোপ্রাণ। আর সেই সাধের সন্ধান আমরা এই ছিন্নমূল ও প্রতিবন্ধী শিশুদের দিতে চাই, আমাদের ক্ষুদ্র চেষ্টা তাদের মুখে একটু হাসি ফোটাবে আশা করি তাই হেল্প_এন্ড_কেয়ার আসছে আগামি ২৬ নভেম্বর রোজ রবিবার ওবাইদুল হক কলেজ মাঠে বুদ্ধি-প্রতিবন্ধী অসহায় অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সকাল ১০ টায় নবান্ন ও পিঠা উৎসব এবং সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে হেল্প_এন্ড_কেয়ার পরিবার ভোলার শহরের সকলকে আমন্ত্রণ জানিয়েছে