রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ২৪ডটকম।।ভোলায় করোনাভাইরাসে কোন ব্যক্তি আক্রান্ত না হলেও সন্দেহভাজন হিসেবে প্রবাসী ইটালি ফেরত এক যুবককে কোয়ারান্টিনে রাখা হয়েছে।
আজ শনিবার (১৪ মার্চ) ভোলায় করোনাভাইরাস সন্দেহভাজন হিসেবে প্রবাসী ইটালি ফেরত যুবককে কোয়ারান্টিনে রাখা হয়েছে এমন খবর শহরে ছড়িয়ে পরে ।পরে দুপুরে ইটালি ফেরত এক যুবককে কোয়ারান্টিনে রাখা হয়েছে ভোলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। সাধারণ জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগ।সবাইকে সচেতনতা অবলম্বন করতে বলেছেন।
এদিকে করোনাভাইরাস মোকাবেলায় ভোলা সদর হাসপাতালে ২০ শয্যার একটি পৃথক করোনা আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। এছাড়া যে সকল ব্যক্তি জ্বর সর্দি-কাশি গলা বেথা নিয়ে আসছে তাদের আলাদা স্ক্যানিং করার জন্য ভোলা সদর হাসপাতালে আলাদা স্ক্যানিং রুম খোলা হয়েছে। সেখানে সর্বক্ষণিক একজন ডাক্তার নিয়োগ করা হয়েছে তিনি রোগীদের তদারকি করবেন বলে জানান ভোলা স্বাস্থ্য বিভাগ।