স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিট কর্তৃক ২টি মাধ্যমিক বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রমের আওতায় ২ দিন ব্যাপি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষন অনুষ্ঠিত ।
বুধবার ৬ ফেব্রুয়ারী গুইংগার হাট মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণ চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিন ব্যাপি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গুইংগার হাট মাধ্যমিক বিদ্যালয়ে ২দিন ব্যাপি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষন শুভ উদ্ভোধন করেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আজিজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন গুইংগার হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: মান্নান, সহকারি শিক্ষক হুমায়ন আহমেদ, বিমল চন্দ্র দে।
২ দিন ব্যাপি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষনে ২ টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করবেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের প্রশিক্ষন বিভাগের প্রধান সাদ্দাম হোসেন রনি, বন্ধুত্ব বিভাগের প্রধান বেনজির ইসলাম ভাবনা, ক্রিড়া ও সাংষ্কৃতিক বিভাগের উপ প্রধান মোহাম্মদ সাকিব, প্রশিক্ষন বিভাগের উপ প্রধান খাদিজা আক্তার মিম, যুব সদস্য আফসানা মিমি, ইমতিয়াজুর রহমান, আবদুল্লাহ আল নোমান, এ্যানি।
২ দিন ব্যাপি প্রশিক্ষনে প্রশিক্ষানার্থীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ে ধারনা ও হাতে কলমে অনুশীলন প্রদান করা হবে। যাতে করে প্রশিক্ষনার্থীরা নিজেদের ব্যক্তিগত, পরিবারের এবং সমাজের মানুষকে সেবা প্রদান করতে পারে।