ভোলায় ২২ জেলের জেল,জাল,মাছ ও ট্রলার আটক

0
12

ভোলা নিউজ ২৪ ডটকম।। ভোলার মেঘনা ও তেতুরিয়া নদীর সিষিদ্ধজোনে ইলিশ মাছ ধরার অপরাধে ২২ জেলেকে আটকের পর জেলে পাঠিয়েছে আদালত।

জেলা মৎস্য অধিদপ্তর সুত্র মতে,নিষিদ্ধজোনে জেলেরা ইলিশ মাছ ধরছিলো। এসময় মৎস্য অধিদপ্তর,পুলিশ সদস্যারা নির্বাহী ম্যাজিস্টেট এর নেতৃত্বে নিয়মিত টহল দিচ্ছিলো মেঘনা নদীতে।
টহলের সময় মাছ ধরারত অবস্থায় নদী থেকে ২২জন জেলেকে আটক করা হয়। এসময় ৫৬ হাজার মিটার জাল, ৯৬কেজি ইলিশ মাছ এবং দুটি মাছ ধরার ট্রলার আটক করা হয়েছে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্টেট  এর নেতৃত্ব ভ্রাম্যমান আদালত প্রত্যেক জেলেকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। একই সাথে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। এছাড়া মাছ উপস্থিত অসচ্ছল মানুষের মাঝে বিলিয়ে দেয়া হয়।

LEAVE A REPLY