বোরহানউদ্দিনে স্যানিটারী ইনস্পেক্টর করলো ৪ দোকানীকে জরিমানা

0
685

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোক্তার অধিকার সংরক্ষনের লক্ষ্যে এবং জনগনকে সাস্থসম্মত নিত্যপ্রয়োজনীয় উপাদান পৌছে দেয়া নিশ্চিত করতে ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্যানিটারী ইনস্পেক্টর নাছির উদ্দিন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে ভেজাল, মেয়াদউত্তীর্ন , মুল্য তালিকা না থাকাসহ নানাবিধ কাজ বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করে কুঞ্জেরহাট ও টবগী রাস্তার মাথার চার দোকানীকে সর্বমোট ৯,০০০টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে।

৬ই মার্চ মঙ্গলবার সকাল ১১টায় কুঞ্জেরহাট বাজারের মিজান স্টোরে মুল্য তালিকা না থাকায় ৩৭ ধারায় নগদ ৫,০০০/ , একই বাজারের রঞ্জন মেডিকেল হলে ৩৭ ধারায় নগদ ৩০০০/ এবং টবগী রাস্তার মাথার নিতাই স্টেরে নগদ৫০০/, আলামিন স্টোরে ৫০০/ নগদ জরিমানা আদায় করা হয়।

যদি এভাবে নিয়মিত ভেজালবিরোধী অভিযান চালানো হয় তাহলে আস্তে আস্তে ভেজাল ও অসাস্থকর পন্য ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যাবে বলে মনে করছেন সচেতন সমাজ।

LEAVE A REPLY