ভোলার ২৫গ্রামের ২০হাজার মানুষ আজ ঈদ করছে

0
3

মো: আফজাল হোসেন :: সৌদি আরবের সাথে মিল রেখে ভোলার ৫টি উপজেলার ২৫টি গ্রামের অন্তত ২০হাজার মানুষ আজ কোরবানীর ঈদ করছে। এরা সাতকানিয়া ও সুরেশ্বরী পীরের মুরীদ।

প্রতি বছরের মত এবছরো ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মজনু বেপারীর বাড়িতে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এর আগে ভোলাসদর,দৌলতখান,তজুমদ্দিন ও লালমোহন থেকে মুরীদানগণ এসে এই ঈদের জামাতে অংশ গ্রহন করেন। শরিয়তপুর জেলার নুরিয়া উপজেলার দরবারে আউলিয়ার সুরেশ্বর দরবার পীরের মুরিদ ও ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত খলিফা মজনু বেপারী জানান,এক আল্লাহ এক দুনিয়াতে একই নিয়মে চলবে। একই কথা বলেন,চট্রগ্রামের সাতকানিয়া পীরের স্থানীয় খলিফা সাবেক মেম্বার হারুন-অর-রশিদ।

অপরদিকে পাশের গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদ ঈদের দ্বীতিয় জামাত ৯টায় অনুষ্ঠিত হয়।

এদিকে নামাজ আদায় শেষে পশু জবাইয়ের মাধ্যমে কোরবানী প্রদান করেন এখানের ধর্মপ্রান মুসল্লীরা

LEAVE A REPLY