প্রাণ বাঁচাতে ১৮ তলা ভবন থেকে লাফিয়ে পড়ছে মানুষ

0
278

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে আগুন লেগেছে। ভবনটির ৯ তলায় আগুনের সূত্রপাত বলে জানা যায়। এতে অনেকেই সেখানে আটকা পড়েছেন। আগুন থেকে বাঁচতে অনেকে ২২ তলা ওই লাফিয়ে নিচে নামার চেষ্টা করছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের নিচের যে কোনো তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট টের সাথে যোগ দিয়েছে বিমান বাহিনী ও নৌবাহিনী।

এর আগে, আগুন লাগার পড় ভবণের ১১ ও ১২ তলা থেকে থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন ৪ জন। তবে এর পরেও অরো অনেককে লাফিয়ে পড়তে দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন। তবে, কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে ১৬ ইউনিট।

 

LEAVE A REPLY