স্টাফ রিপোর্টার।। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে বাড়ির রাস্তায় জমেথাকা পানি অপসারণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৬ এপ্রিল রবিবার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ চরপাতা এলাকার কলিমুদ্দি বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মানিক মাঝির ছেলে বাবুল (৩৮) ও রুহুল আমিনের মেয়ে তাছলিমা (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, কলিমুদ্দি বাড়ির রাস্তা নিচু হওয়ার কারনে সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে এতে বাড়ির বসবাসরত জনগণদের চরম ভোগান্তিতে পরতে হয়। তাই কলিমুদ্দি বাড়ির যুবকরা বাড়ির মুরুব্বিদের সাথে বিষয় টা আলোচনা করেন এবং আজ রুহুল আমিনের নেতৃত্বে পানি অপসারণ করার ব্যবস্থা করে। পানি অপসারণে একই বাড়ির ভুট্টো গংরা কিছু টা নারাজ ছিলো এক পর্যায়ে ভুট্টো গংদের মহিলারা বাবুল ও রুহুল আমিন গংদের মহিলাদের সাথে কথা কাটাকাটি (ঝগড়া) করেন। রুহুল আমিনের নাতি আলামিন ভুট্টো গংদের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় ফাহিমা ও সুরমা আলামিনকে চর – থাপ্পড় দেয়। এসময় বাবুল ও তাছলিমারা ঘটনা স্থানে উপস্থিত হয়। পরে ভুট্টো, ইউসুফ, নাজিমুদ্দিন, ফাহিমা, নিরু, সুরমারা দেশিও অস্ত্র (সাবল,দা,ও লাঠি ) নিয়ে হামলা চালায়। এতে বাবুল ও তাছলিমা গুরুত্ব আহত হয়।পরে স্থানীয়রা তাদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসে। বাবুল ভোলা সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ও তাছলিমা মহিলা সার্জারি ওয়ার্ডের চিকিৎসারত আছেন। এ বিষয়ে মামলার কথা যানতে চাইলে রুহুল আমিন জানায় ভোলা মডেল থানায় মামলার প্রস্তুুতি চলছে ।