হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন :ভোলা নিউজ ২৪ ডটনেট:ভোলার তজুমদ্দিনে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পাঁচ জলদস্যুকে আটক করেন। পরে পুলিশ বাদী হয়ে ডাকাতদের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় দু’টি মামলা দায়ের করেন।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকার সফিজল মাঝির পরিত্যক্ত ঘরের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ১৪/১৫ জন জলদস্যু মেঘনা নদী ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১২ টায় তজুমদ্দিন ও মনপুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শামীম কুদ্দুস ভূইয়া, অফিসার ইনচার্জ মোঃ ফারুক আহাম্মদ ও এসআই জামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা পালিয়ে যাওয়ার সময় ৫ জলদস্যুকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, চর জহিরউদ্দিন ৪নং ওয়ার্ডের এছহাক সিকদারের ছেলে লোকমান (৩২), দালালকান্দি ৫নং ওয়ার্ডের আঃ লতিফের ছেলে আব্বাছ ওরফে বেচু (২৩), চর জহিরউদ্দিন ৫নং ওয়ার্ডেও রুহুল আমিনের ছেলে সবুজ (২২), একই ওয়ার্ডের ইউনুছ চোধরীর ছেলে নয়ন (২২) ও দালালকান্দি ৫নং ওয়ার্ডের সফিজলের ছেলে হেলাল (২৫)। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ৩৯৯ ও ৪০২ ধারায় ২টি মামলা দায়ের করেন। মামলা নং ০১ ও ০২। পুলিশ আরো জানায় আটককৃতদের মধ্যে লোকমানের নামে তজুমদ্দিন থানায় ২০১৪ সালে দায়ের হওয়া একটি ডাকাতি মামলা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক আহাম্মদ জানান, জলদস্যু, মাদক, ইভটিজিং ও জুয়ারমত অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।