ভালো থাকার গল্প নিয়ে ভোলার শিবপুরে পথ নাটক আনুষ্ঠিত

0
491

আদিল হোসেন তপু ॥ ইস্যু ভিত্তিক নাটক ‘‘ভালো থাকার গল্প’’ নিয়ে ভোলায় পথ নাটক আনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের কালিকৃতি,শান্তিরহাট এলাকায় এই পথ নাটক অনুষ্ঠিত হয়। এই নাটক এর মাধ্যমে হাত ধোয়া,স্বাস্থ্য সচেতনতা করা উপর জনগনকে সচেতনতা করা হয়। এছাড়াও ৫ টি বিশেষ মুর্হূতে শিশু থেকে শুরু করে  বৃদ্ধ সবাইকে হাত ধোয়ার পাশাপাশি ল্যাট্রিন পরিষ্কার রাখার বার্তা দেয়া হয়েছে। তাই সবাইকে ভালো থাকার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার  জন্য  বিভিন্ন নিয়মের বার্তা গুলো নাকটকের মাধ্যমে গ্রামের মানুষরে মাঝে ফুটিয়ে তোলা হয়। এর মধ্য থেকেই পরিষ্কার পরিবার সেরা পরিবার বাছাই করা হবে। সাউথ এশিয়া ওয়াশ রেজাল্টস প্রকল্প-২ এর আওতাধীন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহায়তায় সেইন্ট-বাংলাদেশ এর বাস্তবায়নে ইযুথ পাওয়ার ইন  বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন এই নাটক পরিবেশন করেন। নাটকটি দেখতে ওয়ার্ডের সর্বস্থরের জনগন এসময় উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন-সেইন্ট-বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার  মো: শরীফুল ইসলাম সহ সেইন্ট এর বিভিন্ন কর্মকর্তা ও মাঠ কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। নাটকে অভিনয়  করেন- ইযুথ পাওয়ার ইন বাংলাদেশ এর সহকারী স্মনয়কারী সাদ্দাম হোসেন, প্রিন্স, ইমা, মনছুরা, সাকিল, রিদয়, রাব্বী, নোমান, লামিয়া, লাবনী এবং সৌরভ।

LEAVE A REPLY