‘ছিনতাই ঠেকাতে গিয়ে’ পুলিশ নিহত

0
426

ভোলা নিউজ ২৪ ডটনেট : কিশোরগঞ্জের ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নিচে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরিফুর রহমান (২৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ডালিম নামে এক পথচারী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, অপরাধীদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের মেঘনা নদীর ওপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নিচে দিয়ে যাওয়ার সময় ডালিম নামে এক পথচারীকে আটক করে ছিনতাইকারীরা। এ সময় ওই পথচারীকে দেশীয় অস্ত্রের আঘাত করলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় ঘটনাস্থলের অদূরে রেলসেতু পাহারায় থাকা পুলিশ ব্যারাকের সদস্য আরিফুর রহমান ছুটে এলে ছিনতাইকারীরা তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে অপর পুলিশ সদস্যরা গুরুতর আহত পুলিশ সদস্য আরিফ ও পথচারী ডালিমকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে তাঁরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য আরিফকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY