চরফ্যাশনের ধর্মগুরু মজিদের বিরুদ্ধে জনতার বিক্ষোভ

0
1148

আদিল হোসেন তপু  :ভোলা প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশন উপজেলার তথা কথিত কালেমার জামাতের আমির প্রফেসর আবদুল মজিদ এর বিচারের দাবিতে এবং ইসলামী শরিয়ত বিরোধী কার্যক্রম পরিচালনাকারী তথা কথিত কালেমার জামাতের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আবুবকরপুর ইউনিয়নের ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (৯ নভেম্বর) জুমাবাদ চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে আবুবকরপুর মাদরাসা বাজার জামে মসজিদের সামনে স্থানীয় মুসল্লিরা জড়ো হয়। এসময় বিক্ষোভকারীরা ভন্ড প্রফেসর আবদুল মজিদের ফাঁসি সহ অনতি বিলম্বে তার আস্থানা বন্ধ, তার অপকর্মে সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পরে মিছিলটি শিবারহাট বাজারে মানববন্ধন করেন।
আবদুল মজিদ। প্রখ্যাত কথা সাহিত্যিক শওকত ওসমানের রচিত উপন্যাসের “লালসালু”র ভন্ড পীর মজিদের নামে তার নাম। যদিও তিনি একজন সাবেক বেসরকারি কলেজ শিক্ষক। কিন্তু এলাকাতে এবং তার মুরিদদের কাছে মজিদ প্রফেসর বা প্রফেসর আবদুল মজিদ নামে পরিচিত। সরকারি নিয়ম অনুযায়ী প্রফেসর না হলেও প্রফেসর হিসেবে পরিচিত তিনি। এক সময় তাবলীগ জামাতের সাথে জড়িত থাকলেও দীর্ঘ কয়েক বছর পূর্বে ১৯৯৭ সালে গঠন করেন কালেমার জামাত নামে একটি সংগঠন। যে সংগঠনের আমির বা কমান্ডার হলেন তিনি। আলেম ওলামাদের সাথে সম্পৃক্ত না থেকেও মনগড়া ও বির্তকিত ফতোয়া দেন তিনি। তার সংগঠনের সদস্যদের দেশের বিভিন্ন প্রান্তে ছদ্ধবেশে পাঠিয়ে তার কালেমার জমাতের প্রচার এবং সদস্য সংগ্রহের কাজ করে থাকে। দেশের বিভিন্ন স্থান থেকে সদস্য সংগ্রহ করে প্রাচীন, আদিম, অমানবিক এবং উগ্র, ও ভ্রান্ত পন্থায় প্রশিক্ষিত কর।

 

LEAVE A REPLY