আদিল হোসেন তপু :ভোলা নিউজ ২৪ ডটনেট ॥
ভোলার চরফ্যাশনে ‘চরফ্যাশন বাজার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) ব-দ্বীপ পরিকল্পনা ২১০০,শতবর্ষের ডেল্টা প্ল্যান এর আওতায় ৬৪টি জেলার অভন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়) এর অংশ হিসাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চরফ্যাশন পওর বিভাগ-২ এর অধীনে বাস্তবায়নাধীন চরফ্যাশন বাজার খালপুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। চরফ্যাশন বাজার খাল খনন কাজের উদ্বোধন করেন ভোলা পওর সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হান্নান। এসময় আরও উপস্থিত ছিলেন, চীফ সায়েন্টিফিক অফিসার, রিভার রিসার্চ ইন্সটিটিউট, নির্বাহী প্রকৌশলী, চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন,চরফ্যাশন পাউবো-২,নির্বাহী প্রকৌশলী, মো: কাইছার আলম,উপজেলা নির্বাহী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী,শাখা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় চেয়ারম্যান এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।