খবর পড়ল রোবট

0
270

ভোলা নিউজ ২৪ ডটনেট॥ রোবট নিয়ে কত কিছু হয়ে যাচ্ছে, কর্মী হিসেবে ইতিমধ্যে রোবট ব্যবহারের সম্ভাবনা নিয়ে অর্থনৈতিক হিসেবে কষছেন বড় বড় প্রতিষ্ঠানগুলো। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার চ্যানেল সিনহুয়ায় এক রোবট খবর পাঠ করার ঘটনা বিশ্বজুড়ে আলোচনা সৃষ্টি করেছে।

গোলাপি রঙের টপ, কানে ছোট্ট দুল সেই সঙ্গে ঘাড় অবধি মসৃণ চুলের এ নারী রোবট দেখতে অবিকল রক্তমাংসের সংবাদ পাঠিকার মতোই। রোববার এই সংস্থা বেইজিংয়ের বার্ষিক সংসদ অধিবেশনতে অংশগ্রহণকারীদের প্রতিনিধিদের সম্পর্কে একটি সংবাদ উপস্থাপন করে। মানুষের মতোই তার মুখের অভিব্যক্তি এবং সংবাদ পাঠিকার মতোই নির্দিষ্ট পদ্ধতি অনুকরণ করে সংবাদ পাঠ করেছে বিশ্বের প্রথম এ নারী রোবট সঞ্চালিকা।

এনডিটিভি জানায়, রোবটটির নাম জিন জিয়াওমেং। কৃত্রিম সংবাদ পাঠিকা হিসেবে এটি ছিল দ্বিতীয় রোবট সঞ্চালক। জিন জিয়াওমেংয়ের আগে তৈরি করা হয়েছিল কিউ মেংকে।

মানুষের মতোই দেখতে এই দুই রোবটই নির্মাণ করে সিনহুয়া এবং কারিগরি সংস্থা সুগুও ইনকর্পোরেটেড।

LEAVE A REPLY