মোঃ হাসিবুর রহমান হাসিব, বোরহানউদ্দিন প্রতিনিধি : অদেখা শত্রু করোনা ভাইরাস এর কারনে গত ২৬ শে মার্চ ২০২০ইং তারিখ থেকে নোভেল করোনা (কোভিড-১৯) এর কারনে সারাদেশে লকডাউন সহ সবরকম সরকারি-বেসরকারি অফিস আদালত বন্ধ হয়ে যায়, যা এখন পর্যন্ত বিদ্যমান। এর বন্ধের পর থেকেই, বেশিরভাগ মানুষ কর্মহীন হয়ে পরেছে। বিশেষ করে দলিল লেখকরা দীর্ঘদিন কর্মহীন ভাবে থাকার কারণে মানববেতর জীবন যাপন করছে দেখার কেউ নেই এবং কেউ খোঁজ খবরও রাখেনি। কিছুদিন আগেও যেখানে মানুষের আনাগোনা ছিল ব্যাপক ভাবে, হাক-ডাকে কথা বলাই ছিল দূরুহ ব্যাপার! এখন সেখানে এই মহামারীর কারনে নেই কোন কোলাহল, নেই জনবল। টেবিল-চেয়ারে ময়লা স্তূপ । কাজের জন্য কেউ দিনের পর দিন ঘুরছেন না। এখানে যারা কাজ করতেন তাদের দীর্ঘদিন আয় রোজগার না থাকায় পরিবার পরিজন নিয়ে অসহায় ঘরে বন্দি জীবন যাপন কাটাতে হচ্ছে। বোরহানউদ্দিন সাব-রেজিস্টি অফিসে ৬০ জন দলিল লেখকগন সহ তাদের সহকারীদের অবস্থা এখন খুবই শোচনীয়। যেসব টেবিল চেয়ারে বসে তারা মূল ভবনের সামনে বসে কাজ করতেন সেই সব টেবিল চেয়ারে এখন ময়লার স্তুপ পড়েছে। ভুলেও কেউ এদিকে পথ মাড়ান না। অসহায়ত্বের কথাও কারো কাছে এরা বলতে পারছেন না। সংসার সামলাতে গিয়ে হিম সিম খাচ্ছেন। দলিল লেখক, মোঃ ফরিদ, বেলায়েত, ভুট্ট, হাবিবুল্লাহ, বাবুল পাটোয়রী সহ একাধিক দলিল লেখকগন সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, আমরা যেহেতু দলিল লেখক তাই আমাদের রোজগারের প্রধান উপায় হলো দলিল লেখা। শুধু আমি বা আমরা নই, সারা জেলা তথা সারা দেশে দলিল লেখক সহ প্রত্যেকেরই একজন সহকারী আছে। আমাদের বোরহানউদ্দিন সাব-রেজিষ্ট্রি অফিসে এবং প্রত্যেকের ১ জন করে সহকারী রয়েছে। দীর্ঘ দিন অামাদের কোন আয় রোজগার নাই! কিভাবে সংসার চালাবো? কি ভাবে বাবা-মা, স্ত্রী-ছেলে-মেয়েদের ভরন পোষন করবো? কোথায় যাবো? কি খাবো? এই সংকটপূর্ন সময়ে আয় রোজগার বন্ধ, কিভাবে এরা তাদের সংসার চালাবে? সরকার এই সব অসহায় দলিল লেখক আর তাদের সহকারীদের দিকে যাতে সু-দৃষ্টি দেন সেই দাবী জানান তারা। বোরহানউদ্দিন দলিল লিখক সমিতির সাধারন সম্পাদক ফয়সাল অাহমেদ বলেন, আসলে আমরা দলিল লিখার কাজ ছাড়া অন্য কোন কাজ করতে পারিনা। কারো কাছে হাত পাততেও পারিছি না। সরকার যাতে বর্তমানে এই অসহায় দলিল লেখকদের দিকে সু-দৃষ্টি দেয় সে বিষয়টারই জোর দাবী জানান দলিল লেখকদের এই নেতা। দীর্ঘদিন ধরে কর্মহীন ভাবে ঘরে বন্দি থাকা অসহায় এই দলিল লেখকদের দিকে সরকার সু-দৃষ্টি দেবেন এমনটি প্রত্যশা করেন দলিল লেখক সমিতির সম্পাদক।
Home বোরহানউদ্দিন করোনা ভাইরাস এর প্রভাবে বোরহানউদ্দিনে দলিল লেখকগণ কর্মহীন !! মানববেতর জীবন যাপন...